Site icon Jamuna Television

উত্তরায় যৌথ বাহিনীর অভিযানে আটক শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ ও তার দুই সহযোগী

রাজধানী ঢাকা’তে ছিনতাইকারী ও মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে অব্যাহত যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। মঙ্গলবার মধ্যরাতে, উত্তরা-৮ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়, শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ এবং তার দুই সহযোগীকে।

তার বিরুদ্ধে অভিযোগ, সরকার পতনের পর, উত্তরা পূর্ব থানার অস্ত্র লুট, চাঁদাবাজি, অস্ত্র-মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং পুষে পুরো এলাকায় ত্রাস ছড়িয়েছেন তিনি।

যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেশকিছু দেশি-বিদেশি অস্ত্র, মাদক এবং দুটি জার্মান শেফার্ড কুকুর উদ্ধার করেছে। এছাড়াও, থানা থেকে লুটকৃত অস্ত্র এবং মাদকও উদ্ধার করা হয়। বস্তির কাছেই খোঁজ মিলেছে তার বিলাসবহুল বাড়ির।

যৌথ বাহিনী জানিয়েছে, আলতাফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে। যৌথ বাহিনী জানিয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে চলমান থাকবে এই অভিযান।

/এআই

Exit mobile version