Site icon Jamuna Television

মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করে হত্যা মামলার আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ।

তাকে রংপুর থেকে গ্রেফতার করা হয়। বুধবার (৩০ অক্টোবর) তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। দুপুর ১২টা থেকে ১টার মধ্যে তাকে ট্রাইবুনালে হাজির করা হতে পারে।

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে রংপুর থেকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে। তিনি ট্রাইব্যুনালে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version