Site icon Jamuna Television

৩ দিনের রিমান্ডে পাকিস্তানের মানবাধিকার কর্মী ইমান মাজারি ও তার স্বামী

সরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগে পাকিস্তানের আইনজীবী ও মানবাধিকার কর্মী ইমান মাজারি এবং তার স্বামীকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দেশটির সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন এ আদেশ দেন। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার, আবপাড়া থানায় করা মামলায় ইসলামাবাদ পুলিশ এই দম্পতিকে গ্রেফতার করে। পরে তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে।

ইংলিশ ক্রিকেট দলের সফরের সময় নিরাপত্তা ঝুঁকি তৈরির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। ইংলিশ দল তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে ছিলো এবং শেষ ম্যাচটি রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছিল।

গত সপ্তাহে সফরকারী ইংল্যান্ড দলের ট্রাফিক প্রটোকলের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়। এ সময় সড়ক পারাপার হতে রাজধানী ইসলামাবাদে ট্রাফিক পুলিশের সঙ্গে এ দম্পতির ধস্তাধস্তির ঘটনা ঘটে। ইসলামাবাদ জিরো পয়েন্ট ক্রসিংয়ে দলগুলোকে স্টেডিয়ামে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আইনজীবী ইমান ব্যারিয়ারটি সরানোর জন্য ডাক দেয় এবং চিৎকার শুরু করে। তখন আরেক আইনজীবী তার স্বামী আবদুল হাদিও ঘটনাস্থলে আসেন এবং পুলিশকে হুমকি দিতে শুরু করেন। ইমানের স্বামী এক পুলিশকর্মীকে গালিগালাজ ও চড়-থাপ্পড় মেরেছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

/এআই

Exit mobile version