Site icon Jamuna Television

পশ্চিমবঙ্গে রোগীকে অজ্ঞান করে ধর্ষণ করলেন চিকিৎসক

চিকিৎসার বাহানায় অজ্ঞান করে রোগীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাসনাবাদে ঘটেছে এই ঘটনা। মঙ্গলবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার, অভিযুক্ত চিকিৎসককে আদালতে হাজির করানো হয়। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে পাঁচ দিনের জন্য হেফাজতে চাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদের বরুণহাটে স্থানীয় এক চিকিৎসকের কাছে গিয়েছিলেন একজন নারী রোগী। অভিযোগ, ইনজেকশন দিয়ে তাকে অজ্ঞান করে ধর্ষণ করেন অভিযুক্ত চিকিৎসক।

শুধু তা-ই নয়, ওই নারী রোগীর আপত্তিকর ছবি তুলে সেগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয়ও দেখাতেন অভিযুক্ত চিকিৎসক। সেই ছবি দেখিয়েই একাধিক বার তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই রোগী। এমনকি অভিযুক্ত চিকিৎসক তার কাছ থেকে চার লক্ষ টাকা নিয়েছেন বলেও দাবি তার।

ভুক্তভোগী নারীর স্বামী কর্মসূত্রে অন্য এলাকায় থাকেন। দিনের পর দিন চিকিৎসকের অত্যাচার সহ্য করার পরে স্বামীকে পুরো ঘটনা জানান তিনি। স্বামী বাড়ি ফিরলে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করা হয়।

/এআই

Exit mobile version