Site icon Jamuna Television

বাংলাদেশের নতুন পরিস্থিতিকে জাতিসংঘের সমর্থনের আশ্বাস

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে জাতিসংঘ মানবাধিকার দফতর সম্পূর্ণ সমর্থন দেবে বলে জানিয়েছে সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক।

বুধবার (৩০ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাত করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি জানান, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের মানবাধিকার বিষয়ক নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে।

দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসার পর ৭ জন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তিনি। যেখানে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার দফতর খোলার বিষয়েও আলোচনা হয়েছে।

আজ সেনাপ্রধান, বাণিজ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ফলকার তুর্ক।

/এমএইচ

Exit mobile version