Site icon Jamuna Television

কিংস কাপ থেকে বিদায় আল নাসরের, পেনাল্টি মিস রোনালদোর

শেষ মুহূর্তের যোগ করা সময়ের খেলা চলছিলো। আল-তাউয়ুনের বিপক্ষে ০-১ গোলে পিছিয়ে থাকা আল নাসর পায় একটি পেনাল্টি। তবে সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই ব্যর্থতার কারণে সৌদি আরবের কিংস কাপ থেকে বিদায় নিতে হয়েছে আল নাসরকে।

অন্যদিকে, শেষ ষোলোর ম্যাচে ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে আল-তাউয়ুন। ম্যাচের ৭১ মিনিটে, ওয়ালিদ আল-আহমেদের গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আল-আহমেদই নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে আল নাসরকে সমতার সুযোগ করে দেন।

কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ আল নাসর। সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর প্রথম ১৮টি পেনাল্টিতে গোল করা রোনালদো এবার বাইরে মেরে বসেন।  

কিংস কাপ থেকে বিদায় নিলেও মৌসুমে রোনালদোদের সামনে এখনো দুটি শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে। তবে সৌদি প্রো লিগে আট ম্যাচ শেষে তারা শীর্ষ দল আল হিলালের চেয়ে ৬ পয়েন্ট পেছনে। এছাড়া এশিয়ান চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেও তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা।

/এআই

Exit mobile version