Site icon Jamuna Television

১৪৪ মামলায় নতুন গ্রেফতার ৩৪, আট জনের রিমান্ড

জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে ১৪৪টি মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, সেনা কর্মকর্তাসহ মোট ৩৪ জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। তার মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ ৮ জনের ৪১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। 

আজ বুধবার (৩০ অক্টোবর) সকালে সিএমএম কোর্টে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান ও মো. ইমরান আহম্মেদের পৃথক আদালত এই রিমান্ড মঞ্জুর করে।

শাহবাগ থানায় একটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মোহাম্মদপুর থানার একটি মামলায় সাধন চন্দ্র মজুমদারের ৩ দিনের রিমান্ড দেন। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে বংশাল থানার একটি মামলায় ৪ দিনের রিমান্ড দেয়া হয়। এছাড়া, শাহাজান খানের ৪ দিন, হাজী সেলিমের ৫ দিন এবং হাসানুল হক ইনুর ৩ দিনের রিমান্ড দেয়া হয়। আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে ৫ দিনের রিমান্ড দেন আদালত। এছাড়া, সম্প্রতি নিষিদ্ধ হওয়া সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকেও ৫ দিনের রিমান্ড দেন আদালত।

এদিকে, রাজধানীর বিভিন্ন থানার হত্যা মামলায় নতুনভাবে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, সালমান এফ রহমান, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে। যাত্রাবাড়ী থানার একটি মামলায় ডিবির সাবেক ডিসি মশিউর রহমানকে নতুনভাবে গ্রেফতার দেখানো হয়েছে।

/এএম

Exit mobile version