Site icon Jamuna Television

লেবাননে ইসরায়েলি তাণ্ডব, প্রাণহানি ৭৭

লেবাননে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা। দিনভর আগ্রাসনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭৭ জন।

সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে সিদন এলাকায়। সিদনের হারেত সায়দায় বিধ্বস্ত হয়েছে একাধিক আবাসিক ভবন। প্রাণ গেছে কমপক্ষে ১৭ জনের। যাদের মধ্যে ৯ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা এখনও চাপা পড়ে আছে ধ্বংসস্তুপের নিচে।

বিমান থেকে হামলার পাশাপাশি চলছে স্থল অভিযানও। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই উত্তেজনা চলছে হিজবুল্লাহ-ইসরায়েলের মধ্যে। গত মাসে যা রূপ নিয়েছে পুরোদস্তুর সংঘাতে।

উল্লেখ্য, বছরজুড়ে প্রাণহানি এখন তিন হাজার ছুঁই ছুঁই। যার অর্ধেকই নিহত হয়েছে গত এক মাসে।

/এমএইচ

Exit mobile version