Site icon Jamuna Television

মোটা অঙ্কের অর্থ চেয়ে ফের সালমান খানকে হত্যার হুমকি

সময়টা মোটেও ভালো যাচ্ছে না বলিউড ভাইজান সালমান খানের। একের পর এক হুমকি ধামকিতে দিশেহারা এই অভিনেতা। সদ্যই অভিনেতাকে খুনের হুমকি ও মোটা অঙ্কের টাকা দাবি করার পর নয়ডা থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরইমধ্যে আবারও খুনের হুমকি পেলেন এই বলিউড সুপারস্টার। খবর, হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনের তথ্য মতে, অজ্ঞাতপরিচয়ের সেই ব্যক্তি সালমানের কাছে ২ কোটি রুপি দাবি করেন। যদিও মুঠো বার্তাটি পাঠানো হয়েছে মুম্বাই পুলিশের হেল্পলাইন নাম্বারে। টাকা না দিলে সালমান খানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেয়া হয়। ইতোমধ্যে সেই অজ্ঞাতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

এর আগে মুম্বাই পুলিশ জামশেদপুরের ২৪ বছর বয়সী সবজি বিক্রেতা শেখ হুসেন শেখ মহসিনকে গ্রেফতার করে সালমান খানকে হুমকি দেয়ার অভিযোগে। মহসিন মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে ৫ কোটি রুপি মুক্তিপণ দাবি করে হুমকির বার্তা পাঠিয়েছিলেন।

গত ১২ অক্টোবর মুম্বাইয়ের শহরতলি বান্দ্রায় দশেরার বাজি ফোটানোর সময় তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যা করা হয়। পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে কুখ্যাত বিষ্ণোই গ্যাং।

সালমানের সঙ্গে বাবা সিদ্দিকীর ঘনিষ্ঠতার কারণে এই হত্যাকাণ্ডে বিষ্ণোই গ্যাংয়ের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ করছিল পুলিশ। এরপর থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে সালমান খানকে। দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটছে অভিনেতার। এরইমধ্যে একের পর হুমকি পাচ্ছেন বলিউডের ভাইজান।

/এমএইচআর

Exit mobile version