Site icon Jamuna Television

বেরোবির পাঠ্যক্রমে গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তির সিদ্ধান্ত

রংপুর ব্যুরো:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামের একটি কোর্সে গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। বুধবার (৩০ অক্টোবর) ৪৯তম একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী, ছয়টি অনুষদের ডিন, ২২টি বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপকরা উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও কম্পিউটার সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মো. ইলিয়াছ প্রামাণিক প্রস্তাবটি তুলে ধরেন। পরে বিস্তারিত পর্যালোচনা শেষে পরবর্তী সেশন থেকে পাঠ্যক্রমে এটি অন্তর্ভূক্তির সিদ্ধান্ত নেয়া হয়।

ড. মো. ইলিয়াছ প্রামণিক জানান, শিক্ষার্থীদের মধ্যে দেশ, রাষ্ট্র, সামাজিক দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতা তৈরিতে এই প্রস্তাব করেছিলাম। পরবর্তী সিন্ডিকেট সভায় বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেয়া হলে তা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে।

এ বিষয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  ড. মো. শওকত আলী জানান, জুলাই বিপ্লবের ইতিহাস পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত হলে শিক্ষার্থীরা সমকালীন ইতিহাসের ঘটনাপ্রবাহের সাথে পরিচিত হবে। পাশাপাশি শিক্ষার্থীরা জাতীয় চেতনা ও সংগ্রামের মর্মার্থ উপলব্ধি করতে পাড়বে। এছাড়া, নৈতিক মূল্যবোধ, ন্যায়বিচার, সামাজিক দায়বদ্ধতা তৈরি হবে।

উপাচার্য  ড. মো. শওকাত আলী আরও বলেন, দেশসেরা ইতিহাসবিদদের সমন্বয়ে ইতিহাস রচনা করে তা বাংলাদেশ স্টাডিস কোর্সে অন্তর্ভুক্ত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, গণঅভ্যুত্থানের ইতিহাসে নিহত আবু সাঈদের আত্মত্যাগের ইতিহাস নির্ভুলভাবে সংযুক্ত করতে হবে।

/আরএইচ

Exit mobile version