Site icon Jamuna Television

রাস্তা পারপারের সময় বাসের ধাক্কায় ববি শিক্ষার্থী নিহত

বরিশাল ব্যুরো:

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মীম নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মীম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের অধ্যয়নরত ছিলেন। এ ঘটনার পর নিহতের সহপাঠীরা সড়ক অবরোধ বাসটিতে আগুন ধড়িয়ে দেয়। এতে প্রায় দুই ঘণ্টা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসেন ফয়সাল জানান, বুধবার রাত সোয়া ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা ‘নারায়নগঞ্জ ট্রাভেলস’ নামে একটি যাত্রীবাহী বাস মীমকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পরে গুরুতর জখম হয় মীম। পরে দ্রুত উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/আরএইচ

Exit mobile version