Site icon Jamuna Television

স্পেনে ভয়াবহ বন্যা: প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৯৫

নজিরবিহীন বন্যায় বিপর্যস্ত স্পেনের পূর্বাঞ্চল। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। এখনও নিখোঁজ বহু মানুষ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার থেকে দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় অঞ্চলগুলোতে তীব্র বৃষ্টিপাত শুরু হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে রেকর্ড করা হয় অন্তত ৩০৪ মিলিমিটার বৃষ্টিপাত। কোনো কোনো স্থানে রেকর্ড করা হয় সর্বোচ্চ ৩২০ মিলিমিটার বৃষ্টিপাত। যা ঐ অঞ্চলগুলোর এক মাসের গড় বৃষ্টিপাতের সমান।

ভ্যালেন্সিয়া প্রদেশ ও আশপাশে টানা বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। প্লাবিত হয়েছে বিশাল এলাকা। ডুবে গেছে রাস্তাঘাট। তলিয়েছে বাড়িঘর। ছাদে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ। মারাত্মক ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা। ধসে পড়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ সেতু।

উদ্ধারকাজে জরুরি বিভাগের সঙ্গে মোতায়েন করা হয়েছে ১ হাজারের বেশি সেনা। তবে রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় অনেক অঞ্চলেই প্রবেশ করতে পারছে না উদ্ধারকারীরা। বিশাল এলাকাজুড়ে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগও।

স্পেনে স্মরণকালের সবচেয়ে বড় দুর্যোগে বিপুল প্রাণহানির ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। দেশটিতে ১৯৭৩ সালের বন্যায় মৃত্যু হয়েছিল দেড়শ’ মানুষের।

/এএম

Exit mobile version