Site icon Jamuna Television

আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আবারও দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

দেশটির কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকালে চালানো হয় এ পরীক্ষা। পূর্ব উপকূল থেকে জাপান সাগরের দিকে ছোঁড়া হয় আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম)। যা এ যাবৎ সবচেয়ে দীর্ঘসময় পাড়ি দিয়ে পড়েছে সাগরে।

প্রতিবেশী জাপান জানিয়েছে, দেশটির ওকুশিরি দ্বীপ থেকে প্রায় ৩শ’ কিলোমিটার পশ্চিমে পড়েছে পিয়ংইয়ংয়ের ছোড়া ক্ষেপণাস্ত্র। কনভেনশনাল মিসাইলের চেয়ে এটি আলাদা বলে জানিয়েছে টোকিও।

গত মাসেই ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা চালালেও পিয়ংইয়ং সবশেষ আইসিবিএমের পরীক্ষা চালিয়েছিল গত বছর ডিসেম্বরে। উল্লেখ্য, একদিন আগেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নেয়ার অভিযোগ করেছিল দক্ষিণ কোরিয়া।

/এএম

Exit mobile version