Site icon Jamuna Television

ইউক্রেনের ৩টি জাহাজ জব্দ করেছে রাশিয়া

ইউক্রেনের ৩টি জাহাজ লক্ষ্য করে গুলি চালানোর পর সেগুলো জব্দ করেছে রাশিয়া। রোববার কৃষ্ণ সাগরে এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয় নাবিক।

মস্কোর দাবি, জলসীমা লঙ্ঘন করে অনুপ্রবেশ করে দুটি টহল জাহাজ ও একটি টাগবোট। তাই বাধ্য হয়ে গুলি ছোঁড়ে রুশ সেনারা। কৃষ্ণ সাগর থেকে আজভ সাগরের জলসীমায় প্রবেশ মুখে মস্কোর একটি ট্যাংকার জাহাজ মোতায়েন রয়েছে। যদিও, ইউক্রেন বলছে- ওডেসা থেকে মারিওপোল বন্দরের দিকে যাচ্ছিলো জাহাজগুলো। এ ঘটনায়, জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের জরুরি বৈঠক ডাকে কিয়েভ।

প্রতিবেশি রাষ্ট্রের আচরণকে উসকানিমূলক ও পাগলামি আখ্যা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। পার্লামেন্টে, দেশে মার্শাল ল’ জারির মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রস্তাবও দেন তিনি। ২০১৪ সাল থেকে, ক্রাইমিয়া’র নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে টানাপোড়েন চলছে।

Exit mobile version