Site icon Jamuna Television

১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও পদ্মা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান মেলেনি

রাজবাড়ী করেসপনডেন্ট:

১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও রাজবাড়ীর পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া জুবায়ের শেখের (১২) খোঁজ মেলেনি। বৃহস্প‌তিবার (৩০ অক্টোবর) দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালু রেখেছে ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মী ও ডুবুরিদল।

নিখোঁজ শিক্ষার্থী রাজবাড়ীর সদর উপজেলার মুলঘর ইউনিয়নের কুঠিরহাট এলাকার রূপপুর গ্রামের লাবলু শেখের ছেলে। দৌলতদিয়া সাবিউল হাসান আঞ্জুমান-ই-কাদেরীয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি।

জানা গেছে, গতকাল বুধবার বিকেলে জুবায়েরসহ তার কয়েকজন বন্ধু লঞ্চঘাট এলাকায় ঘুরতে গিয়ে নদীতে গোসল করতে নামে। কিন্তু গোসল শেষে সবাই ওপরে উঠে এলেও ওই শিক্ষার্থী নদীতে ডুবে যায়।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করার পরেও তাকে খুঁজে পাননি। পরবর্তীতে গোয়ালন্দ ফায়ার স্টেশনের উদ্ধারকর্মীরা উদ্ধার কাজে যোগ দেন।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার আবুল বাসেত বলেন, দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ চল‌মান রয়েছে। তবে এখন পর্যন্ত শিশু‌টিকে পাওয়া যায়নি। তাদের সা‌থে পাটুরিয়া ঘাটের ডুবুরিদলও উদ্ধার কাজে যোগ দিয়েছেন বলেও জানান তিনি।

এদিকে নিখোঁজ হওয়া মাদ্রাসার শিক্ষার্থীর খোঁজে নদীর পাড়ে ভিড় করেছেন নিখোঁ‌জের স্বজন, সহপাঠী ও স্থানীয়রা।

/এসআইএন/এমএইচ

Exit mobile version