Site icon Jamuna Television

চট্টগ্রাম টেস্ট: লাঞ্চের আগে মুমিনুল-তাইজুলের ব্যাটে লড়াই

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। আগের দিনের ৩৮ রানের ৪ উইকেট নিয়ে খেলতে নিয়ে তৃতীয় দিনের শুরুতে ফের খেই হারায় নাজমুল শান্তর দল। স্কোর বোর্ডে ১০ রান যোগ হতেই বিদায় নেয় আরও ৪ ব্যাটার। তবে লাঞ্চ বিরতির আগে দলের হাল ধরে মুমিনুল ও তাইজুল। দুজনের অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটিতে সম্মানজনক সংগ্রহের পথে স্বাগতিকরা।

দলীয় ৪৬ রানের পর স্কোর বোর্ডে ২ রানের মাঝে সাজঘরে ফেরেন শান্ত, মুশফিক মিরাজ ও অঙ্কন। এর মাঝে রাবাদা একাই নেন ৩ উইকেট।

অধিনায়ক নাজমুল শান্তকে বিদায় করে দিয়ে বাংলাদেশের মিডল অর্ডারে প্রথম আঘাত হানেন রাবাদা। ব্যক্তিগত ৯ ও দলীয় ৪৬ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর ডাক মেরে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিক। পিটারসনের বলে জর্জির তালুবন্দি হন তিনি। এরপর মিরাজ-অঙ্কন দুজনকেই বিদায় করেন রাবাদা। অভিষিক্ত অঙ্কন ফেরেন শূন্য রানে।

অঙ্কনের বিদায়ের পর ক্রিজে আসেন তাইজুল। তাকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়েন মুমিনুল হক। অর্ধশতক তুলে নেন মুমিনুল হক। লাঞ্চ বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান। ৭৪ রানে মুমিনুল ও ১৮ রানে তাইজুল রয়েছেন ক্রিজে।

উল্লেখ্য, ফলোঅন এড়াতে হলে বাংলাদেশকে করতে হবে এখনও ২৩৯ রান।

/এমএইচআর

Exit mobile version