Site icon Jamuna Television

‘ব্যাংক, জ্বালানি, ভৌত অবকাঠামো ও আইসিটি খাতে আর্থিক অনিয়ম বেশি’

শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ব্যাংক, জ্বালানি, ভৌত অবকাঠামো ও আইসিটি খাতে সবেচেয়ে বেশি আর্থিক অনিয়ম হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

ড. দেবপ্রিয় জানান, তৎকালীন সময়ে মেগা কাঠামোর নামে অতি মূল্যায়িত প্রকল্প হাতে নেয়া হয়েছে। সরকারি তথ্য-উপাত্ত নিয়েও সংশয় আছে। অনেক সরকারি কর্মকর্তা বিগত সরকারের চাপে সঠিক তথ্য দিতে পারেননি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, পঞ্চবার্ষিক পরিকল্পনা পর্যালোচনা করা হবে। বাজেটের আগে সরকারকে অর্থনীতি নিয়ে পরামর্শ দেবে এই কমিটি। কাজ শেষে এ কমিটি অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন দাখিল করবে।

/এমএইচ

Exit mobile version