Site icon Jamuna Television

‘অনুপ্রবেশের চেষ্টা করা ৯৭ বাংলাদেশিকে ফিরিয়ে নিতে অনুরোধ করেছে অস্ট্রেলিয়া’

ফাইল ছবি।

ভিসা ছাড়া অস্ট্রেলিয়ায় অনুপ্রবেশের চেষ্টা করা ৯৭ বাংলাদেশিকে ফেরত নিতে অনুরোধ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুক। এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশটিতে আটক বাংলাদশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টনি ব্রুক ও তার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অস্ট্রেলিয়া এরইমধ্যে দুই হাজারের মতো রোহিঙ্গা নিয়েছে। দেশটি আরও রোহিঙ্গা নিতে সম্মত হয়েছে। তবে দেশটিকে বেশি সংখ্যক রোহিঙ্গা নিতে অনুরোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, বৈঠকে দুই দেশের সম্পর্ক যাতে আরও সহযোগিতাপূর্ণ হয় সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ আমাদের কোস্টগার্ডের সঙ্গে একটি চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান ছিল। ভারত সাগরের সিকিউরিটি ইস্যুতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

/আরএইচ

Exit mobile version