Site icon Jamuna Television

এসিআই ফুডসের চিফ বিজনেস অফিসার হলেন ফারিয়া ইয়াসমিন

এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডসের চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে পদোন্নতি পেয়েছেন ফারিয়া ইয়াসমিন। সম্প্রতি সিবিও হিসেবে ফারিয়া ইয়াসমিনকে নিযুক্ত করা হয়েছে।

এসিআইতে যোগদানের আগে ফারিয়া ইয়াসমিন নেস্টলে, মারিকো, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড এবং রেকিট বেনকিসার কোম্পানিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

উল্লেখ্য, এসিআই ফুডস লিমিটেড, এসিআই পিওর ফ্লাওর লিমিটেড এবং এসিআই এডিবল অয়েলস লিমিটেডের অধীনে আটা, মসুর ডাল, চাল, ফুড, ভোজ্য তেল এবং খাদ্য রফতানিসহ ছয়টি ব্যবসায়িক বিভাগ রয়েছে।

/আরএইচ

Exit mobile version