Site icon Jamuna Television

পোশাক শ্রমিকদের বিক্ষোভ: সেনা ও পুলিশের গাড়িতে আগুন, গুলিবিদ্ধ ২

রাজধানীর কচুক্ষেত এলাকায় যৌথবাহিনীর সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন ঝুমা আক্তার (১৫) ও আলামিন (১৭)। সংঘর্ষের একপর্যায়ে সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে পোশাক শ্রমিকরা।

জানা গেছে, বকেয়া বেতন ভাতার দাবিতে সকাল সাড়ে ৮টার দিকে কচুক্ষেত এলাকার কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা সড়কে নেমে আসেন। তারা মিরপুর ১৪ নম্বর থেকে সেনানিবাসমুখী সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে আসেন।

এ সময় বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। আর আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পুলিশও লাটিপেঠা করে। একপর্যায়ে বেলা পৌনে ১০টার দিকে সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। সকাল সাড়ে থেকে ১১টা পর্যন্ত সংঘর্ষ চলে।

গুলিবিদ্ধ দুইজনকে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেলে নেয়া হয় বলে জানান সেখানকার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।

/এমএন

Exit mobile version