Site icon Jamuna Television

নববধূর ঘরে বৈদ্যুতিক পাখায় সংযোগ দেয়ার সময় ভাসুরের মৃত্যু

বাউফল করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফলে নববধূর ঘরে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় বধূর ভাসুর হেলাল গাজী (৩৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার চর কারখানা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল গাজী চর কালখানা গ্রামের গাজী বাড়ির মৃত মো. খালেক গাজীর সন্তান। তার মৃত্যুতে দুই শিশু সন্তান ও স্ত্রী অসহায় হয়ে পড়েছে। পেশায় একজন দিনমজুর ছিলেন নিহত হেলাল।

স্থানীয়রা জানায়, গতকাল বুধবার তার ছোট ভাইয়ের বিয়ে হয়েছে। রাতে ছোট ভাই ও তার নববধূর ঘরের বৈদ্যুতিক পাখা নষ্ট হয়ে যায়। আজ দুপুরে পাশের ঘর থেকে পাখায় বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন দিনমজুর হেলাল। কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

এ বিষয়ে বাউফল থানার উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন বলেন, তিনি বৈদ্যুতিক কাজে অপেশাদার। নতুন ফ্যানে বিদ্যুতের সংযোগ দেয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। রাতেই মরহুমকে দাফন করা হবে বলে জানান তিনি।

/এটিএম

Exit mobile version