Site icon Jamuna Television

‘দিনে ১৩৭ জন নারী স্বজনের হাতে খুন হন’

বিশ্বে প্রতিদিন গড়ে ১৩৭ জন নারী পরিবারের সদস্য বা সঙ্গীর হাতে খুন হন। রোববার, এ প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দফতর- UNODC।

প্রতিবেদন অনুসারে, গেল বছর সারা বিশ্বে প্রাণ হারান ৮৭ হাজার নারী। যাদের ৫০ হাজারকে হত্যা করেছে পুরুষ সঙ্গী বা পরিবারের সদস্যরা। যা মোট হত্যাকাণ্ডের প্রায় ৫৮ শতাংশ। UNODC জানায়, ২০১৮ সালের ১ অক্টোবরই বিশ্বজুড়ে লিঙ্গ বৈষম্যের জেরে খুন হন কমপক্ষে ৪৭ নারী। ২১টি দেশে হওয়া এসব হত্যাকাণ্ডের তদন্ত চলছে। জাতিসংঘের এক মুখপাত্র বলেন, এসব হত্যাকাণ্ড এশিয়া বা আফ্রিকা মহাদেশে বেশি হয়ে থাকে। তবে বিস্ময়কর তথ্য হলো- শুধু ২০১৭ সালেই যুক্তরাষ্ট্রের টেক্সাসে পরিবার ও সঙ্গীর হাতে খুন হয়েছেন ১৩৬ জন নারী।

Exit mobile version