Site icon Jamuna Television

শর্ত সাপেক্ষে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি হতে পারে: হিজবুল্লাহপ্রধান

হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাশেম। ফাইল ছবি: রয়টার্স

লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাশেম বলেছেন, সুনির্দিষ্ট শর্ত পূরণের ভিত্তিতে তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হতে পারেন। বুধবার (৩০ অক্টোবর) লেবাননে ইসরাইলের অব্যাহত বোমা হামলার মধ্যে এই ঘোষণা দিলেন হিজবুল্লাহপ্রধান। খবর এএফপির

হিজবুল্লাহর নতুন নেতা বলেন, বিপর্যস্ত লেবানিজ আন্দোলন নির্দিষ্ট শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে। কারণ, ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর দুর্গে বোমাবর্ষণ জোরদার করেছে।

নাইম কাশেম এমন সময়ে যুদ্ধবিরতির বিষয়ে নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন, যখন সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিপরিষদে একটি বৈঠক হয়েছে। যুদ্ধবিরতির আলোচনা চললেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

এর আগে, লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জানিয়েছেন, তিনি আগামী কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী।

সম্প্রচারমাধ্যম আল জাদিদকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দূত আমোস হোচেস্টেইন ইঙ্গিত দিয়েছেন, হয়তো ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিনগুলোতে আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারব।

/এএম

 

Exit mobile version