Site icon Jamuna Television

দেশের প্রতিটি খাল সংরক্ষণে কমিটি গঠন হবে: সৈয়দা রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, খাল জাতীয় সম্পদ, এটা নষ্টের অধিকার কারও নেই। দেশের প্রতিটি খাল সংরক্ষণে একটি কমিটি গঠন করা হবে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে রাজধানীর ত্রিমোহনী খাল পরিছন্নতার অভিযানে প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা জানান।

এসময়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, লোক দেখানোর জন্য এ ধরনের কার্যক্রম করলে হবে না। খাল পুনরুদ্ধার এবং পরিছন্ন রাখার কার্যক্রম বহাল রাখতে হবে।

এছাড়া খালের দু’পাশে সৌন্দর্যবর্ধনে গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান আসিফ মাহমুদ। আগামী ১৫ দিন এই অভিযান চলবে।

/এমএইচ

Exit mobile version