Site icon Jamuna Television

ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ খামেনির

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমুলক হামলার প্রস্তুতি নিতে সামরিক কর্মকর্তাদের নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানি এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে গত সপ্তাহে ইসরায়েল যে হামলা চালিয়েছে, সেটির ‘কঠোর’ জবাব দিতে তারা এ হামলা চালাতে চায়।

যদিও এর আগে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল, মার্কিন নির্বাচনের আগে ইরান প্রতিশোধমূলক এই হামলা চালাবে না। তবে অন্যান্য সংবাদমাধ্যম বলেছে, ৫ নভেম্বরের নির্বাচনের আগেই হতে পারে হামলা। আরেক সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হামলা চালাবে না ইরান।

এর আগে, ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে অবহিত করা হয় খামেনিকে। এরপরই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে হামলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুর সম্ভাব্য তালিকাও তৈরি করা হয়েছে।

/এএম

Exit mobile version