Site icon Jamuna Television

মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস

আসন্ন ২০২৫ আইপিএল নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি দল চেন্নাই সুপার কিংস বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। অর্থাৎ আগামী আসরে খেলতে হলে নিলামে দল পেতে হবে মোস্তাফিজকে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রিটেইন ও বাদ পড়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে দলটি।

চেন্নাই সুপার কিংস রিটেইন (ধরে রাখা) করেছে রিতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনিকে। ছেড়ে দিয়েছে মোস্তাফিজুর রহমান, ডেভন কনওয়ে, শার্দুল ঠাকুরকে। ফ্র্যাঞ্চাইজি দলটি নিলামে খরচ করতে পারবে ৫৫ কোটি রুপি।

উল্লেখ্য, আইপিএলের পরবর্তী আসরের জন্য আগের মৌসুমের দলের সর্বোচ্চ ৬ জন ক্রিকেটারকে ধরে রাখার তালিকা জমা দিতে ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

/এসআইএন

Exit mobile version