Site icon Jamuna Television

ইভিএম-এর ৬টি আসন নির্ধারণে বিকেলে লটারি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে ইভিএম ব্যবহারের বিষয়টি আজ লটারির মাধ্যমে নির্ধারণ করবে নির্বাচন কমিশন।

ইসি সচিবালয়ের সংবাদ সম্মেলন কক্ষে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে দ্বৈবচয়ন অনুষ্ঠিত হবে। এসময় উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা। মোট ৪৮টি আসন থেকে লটারির মাধ্যমে বাছাইকৃত ৬টি আসনের সবকটি কেন্দ্রে ইভিএমে ভোট নেয়া হবে।

নির্বাচিত ৪৮ আসনের মধ্যে উল্লেখযোগ্য আসনগুলো হলো – ঢাকা ১৫ থেকে ১৮, ঠাকুরগাঁও ১, দিনাজপুর ৩, নীলফামারী ২, লালমনিরহাট ৩, রংপুর ৩, গাইবান্ধা ২, বগুড়া ৬, চাপাইনবাবগঞ্জ ৩, নওগাঁ ৫, রাজশাহী ২, পাবনা ৫, কুষ্টিয়া ৩, খুলনা ২, খুলনা ৩, সাতক্ষীরা ২, ভোলা ১, বরিশাল ৫, টাঙ্গাইল ৫।

Exit mobile version