Site icon Jamuna Television

হিজবুল্লাহর হামলায় ইসরায়েল-লেবানন সীমান্তে ৪ থাই নাগরিক নিহত

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ রকেট হামলায় ইসরায়েল-লেবানন সীমান্তে ৪ জন থাই নাগরিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এই হামলা চালানো হয়। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়স। মারিস সাঙ্গিয়ামপঙ্গসা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার মিটিউলা শহরের কাছে প্রাণহানির ঘটনায় তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

তিনি আরও বলেছেন, হামলায় অপর এক থাই নাগরিক আহত হয়েছে। মিটিউলার আঞ্চলিক কাউন্সিল প্রধান জানিয়েছেন, লেবানন থেকে রকেট হামলায় ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন স্থানীয় কৃষক এবং অপর ৪ জন বিদেশি শ্রমিক।

উল্লেখ্য, ইসরায়েলে প্রায় ৩০ হাজার থাই নাগরিক বসবাস করছেন। কারণ, সেখানে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজ্যটির চেয়ে মজুরি অনেক বেশি।

/এআই

Exit mobile version