Site icon Jamuna Television

ক্রিকেটের ‘মঙ্গলে’ ভারতকে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান যাওয়ার আহবান ওয়াসিম আকরামের

ফাইল ছবি

১৬ বছর ধরে পাকিস্তানের মাটিতে পা রাখেন না, ভারতীয় ক্রিকেটাররা। রাজনৈতিক বৈরিতায়, ২০০৮ সালের পর দেশটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি ভারত। গত এশিয়া কাপেও পাকিস্তানে যেতে অসম্মতি জানায় দলটি। এবার আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে শুরু হয়েছে নাটকীয়তা।

১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ অনুষ্ঠেয় পুরো টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে, ভারতের সফর ঝুলছে পেন্ডুলামের মতো। রোহিত-কোহলিরা পাকিস্তান যাবেন কিনা- তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে, ভারত যদি পাকিস্তান যায় তাহলে সেটি ক্রিকেটের জন্য দারুণ এক পদক্ষেপ হবে বলে মনে করেন দেশটির কিংবদন্তী বোলার ওয়াসিম আকরাম।

ওয়াসিম আকরাম বলেন, আমি যেসব খবর পড়ছি, তাতে ভারত সরকার ও বিসিসিআইয়ের পক্ষ থেকে ইতিবাচক ভাবনা পাচ্ছি। আমি এটাও পড়েছি যে, তারা সম্ভবত তাদের সব ম্যাচ লাহোরে খেলবে। তারা সম্ভবত লাহোরে আসবে এবং ওই রাতেই ফিরে যাবে। এতে ভারত স্বাচ্ছন্দে থাকলে, আমি এই পরিকল্পনার পক্ষে।

এই সফর ক্রিকেটের মঙ্গল বয়ে আনবে- এমনটাই ভাবনা পাকিস্তানকে ১৯৯২ বিশ্বকাপ জেতানোর অন্যতম এই নায়কের। বলেন, এখনকার দিনে এবং বর্তমান যুগে মানুষে মানুষে যোগাযোগ খুবই গুরুত্বপুর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই জমানায় অনেক নেতিবাচকতা চোখে পড়ছে। আমার মতে, এগুলো অপ্রয়োজনীয় বিষয়। আমি মনে করি ভারত পাকিস্তানে এলে ক্রিকেটের জন্য বিশাল ব্যাপার হবে এবং অবশ্যই পাকিস্তানের জন্য দারুণ হবে।

৮ দল নিয়ে হবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। দলগুলোকে ভাগ করে দেয়া হবে দুটি গ্রুপে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমি-ফাইনালে। ৯ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে এই আসরের।

/এনকে

Exit mobile version