Site icon Jamuna Television

দেশের সম্পাদক ও সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা অর্জন করে নিতে ব্যর্থ হয়েছে: তাসনিম খলিল

ফাইল ছবি

২০০৯ সাল থেকে বাংলাদেশের সম্পাদক ও সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা অর্জন করে নিতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনায় এসব কথা বলেন তিনি।

তাসনিম খলিল বলেন,পৃথিবীর কোনো দেশেই গণমাধ্যমের স্বাধীনতা দেয়া হয় না, তা আদায় করে নিতে হয়। ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) অথবা সাইবার মামলা যাদের বিরুদ্ধে করা হয়েছে তাদের মামলা প্রত্যাহার ও ক্ষতিপূরণও দাবি করেন তিনি।

অনুষ্ঠানে নির্মাতা আশফাক নিপুণ বলেন, ক্ষমতায় এসে বর্তমান সরকার সাইবার সিকিউরিটি আইন সংশোধনের কথা বলছেন। তবে সুস্থ সমাজে এমন কোনো আইনই থাকা উচিত নয়।

ওয়েব সিরিজ মহানগর নির্মাণের পর তার সাথে আইনশৃঙ্খলা বাহিনী কেমন অত্যাচার করেছে আলোচনায় সে বিষয়টি দর্শকদের সামনে তুলে ধরেন আশফাক নিপুণ।

/এনকে

Exit mobile version