Site icon Jamuna Television

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ রুবেন আমোরিম

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসাবে দায়িত্ব নিলেন রুবেন আমোরিম। আগামী ২০২৭ সালের জুন মাস পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে রেড ডেভিলসরা। স্পোর্টিং লিসবনের বর্তমান ম্যানেজার চলতি মাসেই রেড ডেভিলদের ম্যানেজার হিসাবে দায়িত্ব নিলেন।

চলতি মাসেই, চাকরি হারিয়েছেন ইউনাইটেডের প্রাক্তন কোচ এরিক টেন হাগ। ২০২২-র এপ্রিলে নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টারডাম থেকে ঘটা করে আনা হয় টেন হ্যাগকে। তবে, গত আড়াই বছরে আহামরি কোন পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি।

তার সময়কালে ২০২৩-এ কারাবাও কাপ ও চলতি বছরে এফএ কাপ জিতেছেন র‍্যাশফোর্ডরা। বাকি শুধুই ব্যর্থতা। গত মৌসুমে, লিগ টেবিলে ৮ নম্বরে শেষ করেছিল রেড ডেভিলরা। চ্যাম্পিয়ন্স লিগে মাত্র একটা ম্যাচ জিতেছিল তারা। কোপেনহাগেন আর গালাতাসারের নীচে চতুর্থ স্থানে ছিল ব্রুনো ফার্নান্দেজরা।

এর আগের মৌসুমেই ঝামেলায় জড়িয়ে বিদায় দিয়েছিলেন কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও। চলতি মৌসুমের শুরুতেও বিবর্ণ ফর্মে ছিল ইউনাইটেড। সেকারণেই ছাঁটাই করা হয় টেন হাগকে। তার বদলে তরুণ প্রতিভাবান কোনও মুখকে ম্যানেজার হিসাবে চাইছিল ক্লাব। সেকারণেই বেছে নেওয়া হয় আমোরিমকে।

/এআই

Exit mobile version