Site icon Jamuna Television

জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র চলছে: ফারুক

ঝিনাইদহ করেসপনডেন্ট:

বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক।

শুক্রবার (২ অভেম্বর) বিকেলে ঝিনাইদহ শিশু অ্যাকাডেমিতে প্রয়াত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মশিউর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, শেখ মুজিব, শেখ হাসিনা ও শেখ সেলিমের আত্মা এখনও প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের বিতাড়িত করতে হবে। যারা আয়নাঘর, গুম, খুন, হত্যার রাজনীতি করে গেছেন তাদের কোনো ছাড় নেই । শেখ হাসিনা সারাজীবন বলে গিয়েছে এই দেশ স্বাধীন করেছে তারা বাবা। দেশ গঠন করেছে তার বাবা, তারাই দেশের সব।

তিনি আরও জানান, ১৯৭১ সালে ইয়াহিয়ার সাথে আঁতাত করে শেখ মুজিব রাওয়ালপিন্ডির জেলে চলে গিয়েছিলেন। যাওয়ার সময় তার স্যুটকেসে ছিল কাপড় আর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় তার সুটকেস ভর্তি ডলার ছিল।

/এএস

Exit mobile version