Site icon Jamuna Television

কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের নতুন কমিটি ঘোষণা

আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে আবৃত্তিচর্চার সংগঠন কথা আবৃত্তি চর্চা কেন্দ্র। নতুন এই কমিটিতে একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়কে সভাপতি এবং আশরাফুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিশ্বসাহিত্য কেন্দ্রে দ্বি-বার্ষিক অধিবেশনের মাধ্যমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটি ২০২৪-২৬ মেয়াদে দুই বছর সংগঠন পরিচালনা করবে।

নবগঠিত কমিটিতে সহ সভাপতি হিসেবে আছেন শহীদুল ইসলাম নাজু ও ভিনসেন্ট তিতাস রোজারিও।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন রানা আহমেদ, অনুষ্ঠান সম্পাদক কাজী বুশরা আহমেদ তিথি, প্রশিক্ষণ সম্পাদক হুর এ জান্নাত, অর্থ সম্পাদক এনায়েত হোসেন এবং দফতর ও প্রচার সম্পাদকের দায়িত্বে এসেছেন কাজী সামিউল আজিজ।

এছাড়া, নির্বাহী সদস্য হয়েছেন এনামুল হক বাবু, সোহরাব হোসেন তালুকদার, আবদুর রহমান, মাহমুদুল হাসান, চিত্রা রোজারিও, শাহজাদা সম্রাট অর্নব, শহীদুল ইসলাম রাজু ও ফৌজিয়া অনু।

/এএস

Exit mobile version