Site icon Jamuna Television

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করা ইসরায়েলি দম্পতি গ্রেফতার

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির করার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। গত সপ্তাহে, দেশটির নিরাপত্তা বাহিনী তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ওই দম্পতি ইসরায়েলের শহর লোদের বাসিন্দা রাফায়েল ও লালা গুলিয়েভ। তাদের দুজনেরই বয়স ৩২ বছর। তারা ইসরায়েলি জাতীয় অবকাঠামো, নিরাপত্তা সাইট সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং এক নারী শিক্ষাবিদকে নজরদারির কাজে জড়িত ছিলেন বলে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই দম্পতিকে নিয়োগ করেছিলো ইরানের পক্ষে কাজ করা আজারবাইজানীয় নাগরিক এলশান (এলহান) আগায়েভ। তবে আগায়েভ ইসরায়েলে অবস্থান করছেন কি না, তা স্পষ্ট নয়।

তাদের অভিযোগ, গ্রেফতারকৃত ব্যক্তিরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতরসহ স্পর্শকাতর ইসরায়েলি স্থানগুলোতে নজরদারি এবং তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে কর্মরত এক গবেষকের বিষয়ে তথ্য সংগ্রহ করে।

/এআই

Exit mobile version