Site icon Jamuna Television

জুলাই ফাউন্ডেশনের নতুন কর্মসূচি: আজ থেকে শহীদের পরিবার পাবে আর্থিক সহায়তা

আজ থেকে শুরু হচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন কর্মসূচি। যেখানে প্রতি সপ্তাহে ২০০ জন শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।

আজ শনিবার (২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ৪টি ধাপে ২০০ জনকে এ সহায়তা পৌঁছে দেয়া হবে।

গতকাল জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জানান, প্রথমে ঢাকা থেকে এই কার্যক্রম শুরু হবে। ৮টি বিভাগের প্রতিটাতেই জুলাই স্মৃতি ফাউন্ডেশন কার্যক্রম পরিচালনা করবে।

সহায়তার ক্ষেত্রে বড় ফান্ডগুলো চেকের মাধ্যমে এবং ছোটগুলো বিকাশে দেয়া হবে। প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবারকে ৫ লাখ এবং আহতদের ১ লাখ করে টাকা দেয়া হবে বলেও জানা গেছে।

/এমএইচ

Exit mobile version