Site icon Jamuna Television

সিবিএস নিউজের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা

আসন্ন মার্কিন নির্বাচনে সাক্ষাৎকার বিভ্রান্তিকরভাবে উপস্থাপনের অভিযোগে যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্ক সিবিএস নিউজের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা করেছেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সিবিএস নিউজের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রার্থী কমালা হ্যারিসের সাক্ষাৎকার নিয়ে তা সম্পাদনা করে ‘বিভ্রান্তিকরভাবে’ উপস্থাপন করার অভিযোগ এনেছেন ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) টেক্সাসের নর্দার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল কোর্টে এই মামলা দায়ের করা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, মধ্যপ্রচ্যে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত সম্পর্কে কমালার প্রতিক্রিয়ার একটি দীর্ঘ অংশ সম্পাদনা করা হয়েছিল। সম্পাদনার সিদ্ধান্তটি উদ্দেশ্যমূলকভাবে হ্যারিসের পক্ষে বৈশ্বিক সমর্থন অর্জন এবং জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য করা হয়েছে।

তবে সিবিএস নিউজের এক মুখপাত্র বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বারবার যে দাবি করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা দৃঢ়ভাবে এর বিরুদ্ধে প্রতিরক্ষা করবো।

/এআই

Exit mobile version