Site icon Jamuna Television

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচলে শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। গতকাল শুক্রবার (১ নভেম্বর) রাতে এই দুই মহাসড়কে অভিযান চালানো হয়।

এদিন ঢাকা-চট্টগ্রাম মহসড়কের মোগড়াপাড়া, বারোদি, বস্তল এবং আড়াইহাজারের জালাকান্দি, পায়রাচত্বর এবং বিষনন্দী ফেরিঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী।

এসময় মহাসড়কে চলাচলকারী মোটরসাইকেল, প্রাইভেট কার, সিএনজি, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হয়। হেলমেট না থাকা এবং কাগজপত্রে অনিয়মজনিত কারণে ১১টি মামলা দেয়া হয়।

এছাড়া গাজীপুরের ৭টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। রাত ১১টায় পুবাইল, শিলমুন, টঙ্গী স্টেশন রোড, রাজেন্দ্রপুর, পোড়াবাড়ি, গাজীপুর সদর রেলওয়ে স্টেশন ও ভোগড়া বাইপাস এলাকায় এ অভিযান চলে।

এসময় মহাসড়কে চলাচলরত যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে যৌথবাহিনী। কাগজপত্রে অনিয়ম থাকা যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

/এমএইচ

Exit mobile version