Site icon Jamuna Television

নাব্য সংকটে আরিচা-কাজীরহাটে বন্ধ ফেরি চলাচল, ভোগান্তি চরমে

নাব্য সংকটের কারণে আরিচা-কাজীরহাট নৌরুটে শুক্রবার রাত থেকে বন্ধ ফেরি চলাচল। দুই পাড়ে আটকা তিন শতাধিক পণ্যবাহী যানবাহন। ফেরি বন্ধ থাকায়, চরম দুর্ভোগে পড়েছেন পরিবহন শ্রমিকরা।

বিআইডব্লিউটিসি জানায়, ফেরি চলতে পানির যে পরিমাণ গভীরতা প্রয়োজন, এপ্রোচ চ্যানেলের কিছু অংশের গভীরতা তার তুলনায় কম। এতে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছে। দুর্ঘটনা এড়াতে রাত ১০টা থেকে পুরোপুরিভাবে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। অনেকেই ঘাট থেকে বিকল্প পথে যাচ্ছে গন্তব্যে।

/এটিএম

Exit mobile version