Site icon Jamuna Television

ডাচ গ্যালারি থেকে শিল্পকর্ম চুরি!

চুরি হওয়া চিত্রগুলোর মধ্যে একটি ছিলো প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের পেইন্টিং। ছবি: বিবিসি নিউজ।

আমেরিকান শিল্পী অ্যান্ডি ওয়ারহোলের দুটি শিল্পকর্ম নেদারল্যান্ডসের একটি গ্যালারি থেকে চুরি হয়ে গেছে। দেশটির নর্থ ব্রাবান্ট প্রদেশের এমপিভি গ্যালারি থেকে রাতের বেলায় ওই দুটি শিল্পকর্ম চুরি হয়ে যায়। শুক্রবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার পর গ্যালারির মালিক জানান, চোরেরা ওয়ারহোলের রেইনিং কুইন্স সিরিজের চারটি সিল্কস্ক্রিন চুরি করেছিলো। তবে এর মধ্যে দুটি তারা কাছাকাছি এলাকায় ফেলে রেখে গেছে।

রেইনিং কুইন্স সিরিজের যে দুটি শিল্পকর্ম চুরি হয়েছে তার একটিতে ফুটিয়ে চিত্রায়ণ করা হয়েছিল প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথকে। অন্যটিতে ছিলেন চলতি বছরের শুরুর দিকে পদত্যাগ করা ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গ্রেথ।

চুরির ঘটনাটি নিয়ে তদন্ত করা স্থানীয় পুলিশ জানিয়েছে, চুরি করতে গিয়ে চোরেরা সম্ভবত বিস্ফোরণের মতো ঘটনা ঘটিয়েছে। এতে গ্যালারি এবং আশপাশের ভবনগুলোর অনেক ক্ষতি হয়েছে। পরে গাড়িতে চড়ে পালিয়ে যায় তারা।

এই মাসের শেষের দিকে প্যান আমস্টারডাম আর্ট ফেয়ার-কে কেন্দ্র করে চারটি শিল্পকর্ম গ্যালারিতে রাখা হয়েছিলো। আর্ট ফেয়ারে শিল্পকর্মটি একটি সেট হিসাবে বিক্রির জন্য রাখা হয়।

/এআই

Exit mobile version