Site icon Jamuna Television

জাপানে ভারী বৃষ্টির কারণে ২ লাখ মানুষকে সরে যাওয়ার আহ্বান

ঝড়, ভূমিধস ও বন্যার বিষয়ে সতর্কতা জারি থাকায় পশ্চিম জাপানে প্রায় ২ লাখ মানুষকে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন ব্যারন্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার জাপানের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উষ্ণ ও আর্দ্র বায়ু পশ্চিম জাপানে বজ্রঝড়সহ ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে।

একজন কর্মকর্তা জানান, মাতসুয়ামা শহর ‘শীর্ষ-স্তরের সতর্কতা জারি করেছে। এই শহরের মোট ১০টি জেলার প্রায় ২ লাখ বাসিন্দাকে ইতোমধ্যে সরে যেতে বলা হয়েছে।

বৃষ্টির কারণে, টোকিও এবং দক্ষিণ ফুকুওকা অঞ্চলের মধ্যে চলাচলকারী শিনকানসেন বুলেট ট্রেনগুলোর চলাচল সকালে স্থগিত করা হয়েছিলো। পরে বিলম্বিত সময়সূচিতে পুনরায় চালু করা হয়।

/এআই

Exit mobile version