Site icon Jamuna Television

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১১ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১১ কেজি উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক যুবককে গাঁজা পরিবহনের অভিযোগে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (২ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা বাজারে শান্তি পরিবহন নামের কাউন্টারের সামনে তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম, মো. জাহাঙ্গীর আলম। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি দীঘিনালা মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকার বাসিন্দা।
/এটিএম

Exit mobile version