Site icon Jamuna Television

রাজনৈতিক কার্যালয়ে হামলা ও আগুন না দেয়ার আহ্বান রিজভীর

রুহুল কবির রিজভী আহমেদ। ফাইল ছবি।

বিরোধী রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ না করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২ নভেম্বর) রাজধানীর তেজতুরী বাজার এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

এ সময় তিনি নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানি না করার জিন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান । আদানি গ্রুপের সাথে বিগত সরকারের বিদ্যুৎ চুক্তির সমালোচনাও করেন রিজভী।

সভায় বক্তারা, ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং প্রাদুর্ভাব মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে বিএনপি নেতাকর্মীদের নিয়ে এলাকাবাসীর মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন রিজভী।

/এএস

Exit mobile version