Site icon Jamuna Television

খুলনায় জাতীয় পার্টির অফিসে ভাঙচুর

খুলনায় জাতীয় পার্টির জেলা ও মহানগর শাখার কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২ নভেম্বর) বিকেলে নগরীর ডাকবাংলো মোড়ে এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। তারা বলেন, শনিবার বিকেলে নগরীর শহীদ হাদিস পার্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কর্মসূচি ছিল। ওই কর্মসূচি শেষে ফেরার পথে কার্যালয়ে ভাঙচুর চালান তারা। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্রও ভাঙচুর করা হয়।

দলটির নেতারা আরও অভিযোগ করেন, ভাঙচুরের সময় গুরুত্বপূর্ণ নথি ও দলিল লুটপাট করা হয়েছে। পরে ভাঙা আসবাবপত্র অফিসের বাইরে নিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়।

/আরএইচ

Exit mobile version