Site icon Jamuna Television

আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ্মীপুরে ২০ বন্যার্ত পরিবার পেল অটোরিকশা

বন্যার্তদের পুনর্বাসনে সহযোগিতা করছে শায়খ আহমাদুল্লাহ পরিচালিত আস সুন্নাহ ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলায় ২০টি অটোরিকশা বিতরণ করেছে সংস্থাটি। শনিবার (২ নভেম্বর) আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফাউন্ডেশনটির এক ফেসবুক পোস্টে জানানো হয়, লক্ষ্মীপুরে ২০টি অটোরিকশা বিতরণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ১০০টি অটোরিকশা বিতরণ করা হচ্ছে।

গত আগস্ট-সেপ্টেম্বরে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা যায়। এতে অর্ধকোটি মানুষ পানিবন্দি হয়ে পড়েন। মারা যান অনেকেই। নষ্ট হয় ঘরবাড়ি, কৃষিক্ষেত। ভেসে যায় পুকুর ও মাছের ঘের। বন্যার পানি নেমে গেলেও সেখানকার ক্ষত এখনও রয়েছে। দুর্যোগের ক্ষতি পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

/এনকে

Exit mobile version