Site icon Jamuna Television

চট্টগ্রামে শো-রুম উদ্বোধনে মেহজাবীনকে বাধা

চট্টগ্রামে পৌঁছেও নিরাপত্তাজনিত কারণে শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শনিবার (২ নভেম্বর) দুপুরে নগরীর আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি শো-রুম উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের।

তবে এর আগে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী ও ‘তাওহীদি জনতা’র ব্যানারে একদল আন্দোলনকারী মেহজাবিনকে নিয়ে দোকান উদ্বোধনের বিরোধিতা করেন। এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রতিরোধ গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা।

উদ্বোধন অনুষ্ঠানে আসা অতিথিরা জানান, এমন হুঁশিয়ারির পর মেহজাবীন নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই শেষ পর্যন্ত শো-রুম উদ্বোধনে আসেননি তিনি।

এদিকে, শো-রুমটির ম্যানেজার ইমদাদ হোসেন বলেন, কিছু সমস্যার কারণে উনি আসতে পারেননি। উনাকে ছাড়াই উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়েছে।

গত ২৮ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে একটি ভিডিওবার্তা দিয়েছিলেন মেহজাবীন চৌধুরী। স্থানীয় ভক্তদের ওই অনুষ্ঠানে আসার আমন্ত্রণও জানিয়েছিলেন তিনি।

/আরএইচ

Exit mobile version