Site icon Jamuna Television

প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা করতে এসে ধরা খেলেন ভোলার শাহিন

ভোলা করেসপনডেন্ট:

ভোলায় পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় মিথ্যা মামলা করতে গিয়ে ধরা খেয়েছেন মো. শাহিন (৪০) নামে এক ব্যক্তি। তিনি ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চরপাতা গ্রামের মো. আলকাজ মিয়ার ছেলে।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ভোলার লালমোহন থানায় এ ঘটনা ঘটে। এলাকায় তার বিরুদ্ধে সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

লালমোহন থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, শুক্রবার শাহিন নামে ওই সড়ক দুর্ঘটনায় পা ও হা‌তে হালকা আহত হন। সে এটাকে পুঁজি ক‌রে তার এক প্রতিপক্ষকে ফাঁসাতে ওইদিন সন্ধ্যায় লালমোহন থানায় এসে হামলা ও ছিনতাইর ঘটনা অভিযোগে মামলা করতে আসেন।

তিনি আরও জানান, বিষয়টি সন্দেহ হলে সাথে সাথেই ঘটনার সত্যতা নিশ্চিতের জন্য পুলিশ পাঠানো হয়। তবে ঘটনার সত্যতা পাওয়া যায়নি। আর তদন্তে নিশ্চিত হওয়া গেছে শাহিন তার প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানি করতে নাটক সাজিয়েছেন। এসময় শাহিন নামে ওই ব্যক্তিকে সতর্ক করা হয়। এছাড়াও ভবিষ্যতে এমন মিথ্যা অভিযোগ নিয়ে থানায় আসলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version