Site icon Jamuna Television

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় নাইম হাসান (২৩) নামে এক ছাত্র নিহত হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম হাসান উত্তরা আইইউবিটি অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। নিহত শিক্ষার্থী টঙ্গীর কলেজ গেট এলাকা আবুল হাসেমের ছেলে।

পুলিশ জানান, টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে নাইম হাসান। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

ঘটনার পর এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে বেলা সাড়ে ১২ টার দিকে গাড়ি চলাচল শুরু হয়।

Exit mobile version