Site icon Jamuna Television

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নিহত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ নিজাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকালে বৈরুতের হাজমিয়ে এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। তার মরদেহ বর্তমানে স্থানীয় মাউন্ট লেবানন হাসপাতালের হিমঘরে রয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বলে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। নিহত নিজামের (৩২) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় জেলায়। তিনি কসবা উপজেলার খারেরা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুস ও আনোয়ারা বেগমের ছেলে। ১২ বছর আগে জীবিকার সন্ধানে লেবাননে গিয়েছিলেন তিনি।

বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় জানায়, লেবানন প্রবাসী মোহাম্মদ নিজাম শনিবার বিকেলে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে একটি কফি শফে অবস্থান নেয়। এ সময় বিমান হামলায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে, নিজামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। তিনি নিহতের আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানান।

/আরএইচ

Exit mobile version