Site icon Jamuna Television

পৃথিবীর সবচেয়ে বড় বন্দি কুমিরের মৃত্যু

মারা গেছে পৃথিবীর সবচেয়ে বড় কুমির। অস্ট্রেলিয়ার একটি প্রাণী অভয়ারণ্যে কুমিরটি বন্দি অবস্থায় মারা গেছে।

ক্যাসিয়াস নামের কুমরটি লম্বায় ১৮ ফুট। এটির ওজন প্রায় ১ হাজার কেজি। ধারণা করা হয় কুমরিটির বয়স ১১০ বছর হয়েছিল। যদিও বয়সের বিষয়টি কেউ পুরোপুরি নিশ্চিত নয়।

১৯৮৪ সালের দিকে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে কুমিরটি ধরা পড়ে। এরপর থেকে নোনাপানির এই দৈত্যকার কুমিরটি কুইন্সল্যান্ড উপকূলের একটি অভয়ারণ্যে ছিল।

২০১১ সালে বিশ্বের বৃহত্তম বন্দী কুমির হিসেবে গিনেজ বিশ্বরেকর্ডের স্বীকৃতি পায় ক্যাসিয়াস।

মেরিনল্যান্ড মেলানেশিয়া ক্রোকোডাইল হ্যাবিট্যাটের ফেসবুক পেজে প্রকাশিত এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, ক্যাসিয়াসকে গভীরভাবে মিস করা হবে। সে আমাদের ভালবাসা ও স্মৃতিতে-হৃদয়ে চিরকাল থাকবে।

/এটিএম

Exit mobile version