Site icon Jamuna Television

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় নিজ খরচে পেপারবুক প্রস্তুতের অনুমতি

ফাইল ছবি

নিজ খরচে হাইকোর্টে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পেপারবুক প্রস্তুত করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। রোববার (৩ নভেম্বর) এই অনুমতি দেন উচ্চ আদালত।

এ সময় খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে খালেদা জিয়াকে শাস্তি দেয়াই ছিল সাবেক ফ্যাসিস্ট সরকারের উদ্দেশ্য। এজন্য চ্যারিটেবল মামলায় অনেক আইনজীবীকে আদালতে যেতে দেয়া হয়নি।

তিনি বলেন, সংশ্লিষ্ট বিচারকরা আইনের বাইরে কাজ করতেন। ভিত্তিহীন ওই মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সাজা দেয়া হয়েছে। তিনি জানান, এখন বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে, সেজন্য চ্যারিটেবল মামলার পেপারবুক তৈরি করার আবেদন করা হয়েছিল, আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।

এই মামলায় রাষ্ট্রপতি খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেছেন কিন্তু খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেজন্য আদালতের মাধ্যমেই মামলার নিস্পত্তি চান তিনি। এ কারণেই শুনানির জন্য কোর্টের বাইরে নিজ খরচে পেপারবুক তৈরির আবেদন করা হয়েছে।

/এনকে

Exit mobile version